আজ ১৭ই এপ্রিল সোমবার আলিপুর জেলাপরিষদ ভবনে আলিপুর প্রেস ক্লাবের গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট গ্রহণের মাধ্যমে নব নির্বাচিত কমিটি গঠন করা হলো। আলিপুর প্রেস ক্লাবের মোট ৪০জন সদস্যদের মধ্যে দিয়ে ৬টি পদে মোট ১২ জন সদস্য ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করেন। এদিন ভোট মোট ৪০টি সদস্যের মধ্যে ২৭জন ভোটার ভোটদান করেন। এদিন ভোটে সভাপতি পদে দুজন পদপ্রার্থী যথা ভাস্কর দাস ও জগদীশ যাদব ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করেন। মোট ২৭টি ভোটের মধ্যে ভাস্কর দাস পেয়েছে ১৩টি ভোট আর জগদীশ যাদব পেয়েছে ১৪টি ভোট। এক্ষেত্রে সভাপতি পদে জয়লাভ করেন জগদীশ যাদব। অন্যদিকে সহ- সভাপতি হিসাবে ৩জন পদপ্রার্থী যথা অভিজিৎ ঘোষ দস্তিদার, পঙ্কজ ভান্ডার, ও তনুশ্রী গুহ অংশগ্রহণ করেন। অভিজিৎ ঘোষ দস্তিদার ৩টি ভোট, তনুশ্রী গুহ ৩টি ভোট এবং পঙ্কজ ভান্ডার পেয়েছে ২১টি ভোট। এক্ষেত্রে সহ সভাপতি হিসাবে পঙ্কজ ভান্ডারী জয়লাভ করেন। সম্পাদক হিসাবে মোট ২টি পদপ্রার্থী যথা রমেশ রায় ও শংকর হালদার ভোটে অংশ গ্রহণ করেন। মোট ২৭টি ভোটের মধ্যে রমেশ রায় পেয়েছে ২৬টি ভোট এবং শংকর হালদার পেয়েছে ১টি ভোট। এক্ষেত্রে সম্পাদক হিসাবে জয় লাভ করেন রমেশ রায়। পাশাপাশি সহ - সম্পাদক হিসাবে ২জন পদ প্রার্থী যথা সুকুমার দাস ও সুশোভন মিস্ত্রি অংশ গ্রহণ করেন। ২৭টি ভোটের মধ্যে সুকুমার দাস পেয়েছে ২৫টি ভোট এবং সুশোভন মিস্ত্রি পেয়েছে ২টি ভোট। এক্ষেত্রে সহ - সম্পাদক হিসাবে জয় লাভ করেন সুকুমার দাস। পাশাপাশি আরো একটি গুরুত্বপুর্ন পদ হলো হিসাব রক্ষক। এই পদে দুজন যথা সমীর দাস ও সায়ন্তন পাল পদপ্রার্থী হিসেবে অংশ গ্রহণ করেন। মোট ২৫টি ভোটের মধ্যে সমীর দাস পেয়েছে ১০টি ভোট এবং সায়ন্তন পাল পেয়েছে ১৫টি ভোট। এক্ষেত্রে হিসাবরক্ষক হিসাবে জয় লাভ করেন সায়ন্তন পাল। অন্যদিকে সহ - হিসাবরক্ষক হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন জয়দীপ যাদব। আলিপুর প্রেস ক্লাবের এই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছে সকল সদস্যরা।

Comments